আজম মাহমুদ

kk







রিয়েলফ্যাক্ট 



প্রতিদিন হৃৎপিন্ডে আগুন লাগাই তবু মৃত্যু আসে না। কেবল ধোঁয়ার সাথে মৃত্যুও দেখি উর্দ্ধমুখী। আর কতোটা সহ্য করা যায়। তোমার ইমারজেন্সি পিল খাওয়ার টাইম-টেবল আর কতোদিন সন্যাসীর মতো বলে যাবো! কতোদিন এই কারণ মূল্য পাবে যে, তোমার নাগর নাকি চিকিৎসাবিজ্ঞানে খুব কাঁচা। তোমার মিসকলগুলো কতোদিন কলে পরিণত করবো- যদিও জানি তোমার কলসেটআপগুলো অন্য ফোনে কাঁপন তুলে। এরপরও আমি কেবল কবি, কেবল প্রেমিক। দেখতে দেখতে যাই, মুঠো মুঠো প্রেমের ছাই। আর তুমি স্বগর্বে শরীর দিয়ে ধরো এক একটা জ্যান্ত জিওল মাছ!



গুহাপ্রেমিক



অন্ধকার গুহামুখ থেকে উৎসারিত আলোয় আলোকিত পৃথিবীর ভালো-মন্দ যাচাই করতে গিয়ে এজন্মবর্ষ বৃথা যেতে দিতে পারি না। বরং সেগুহায় মুখ দিয়ে আবিস্কার করতে চাই অনিত্য জীবনের তরল-কাঁচা-সোনা। আমার ভালো-মন্দ লিপিবদ্ধকারীদের ছুটি দিয়ে নিজেই দাঁড়াবো জোড়হাতে তাঁর সমুখে- জানি তিনি আমায় তিরস্কার করতে পারবেন না। কারণ আমিই ছিলাম গুহামুখের প্রকৃত পালক।  গুহা থেকে জন্মের পর আমিই একমাত্র গুহাপ্রেমিক।  মহাকাশের স্রষ্টার প্রতি কোন কৃতজ্ঞতা নেই আমার- বরং নতমুখি সর্বদা গুহাস্রষ্টার প্রতি। 








আজম মাহমুদ আজম মাহমুদ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.