অনু সঞ্জনা সোম ঘোষ



"ডায়মেনশন"


প্রতিটা দিক জানালায় ঝুঁকে পড়লে
বিছানাও হাঁপিয়ে ওঠে
মাথার ওপর ঝুলে থাকা
বিস্ময় চিহ্নগুলো
হেঁটে চলে সমান্তরালে
কাঁটাগাছ উপচে
শীতকালীন উষ্ণতা
ধূসর বিকেল গল্প এনে দিলে
নক্ষত্রেরা প্রশ্নচিহ্ন অাঁকে
রাতভর জেগে থাকে নষ্ট চাঁদ
নাবিকের দিক বুঝবে বলে ...


অনু সঞ্জনা সোম ঘোষ অনু সঞ্জনা সোম ঘোষ Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.