ঈশ্বরী
নিজস্ব কষ্ট গুলোকে খুব যত্নে রাখি ,
মাঝেমধ্যে উল্টেপাল্টে দেখি ওদের তলোয়ার ধার ।
এ-সমাজের মত গড়ে তুলতে চাইছি নিজেকে ,
যত্নেমোড়া একাকীত্ব মুহূর্ত গুলোকে মুক্তি দিতে চাইছি
চিতার আগুনে , আহূতি দিয়ে দেবো চিরায়ত বিশ্বাস
দয়া মায়া সঞ্চিত সব ভালোবাসা ,
মুক্তি দেবো সভ্য সমাজের আবরণে ঢেকে থাকা সংস্কার ।
এবার আমি ঈশ্বরী হবো ..
তোমাদের গভীরে আরও গভীরে প্রবেশ করবো আমি ।
তোমাদের উজাড় করা ভালোবাসার প্রতিদানে দেবো
উপেক্ষার অছোঁয়া দৃষ্টি ।
তোমরা চিৎকার করবে , মাথা ঠুকবে পায়ের কাছে . ..
আমার মুখে তৃপ্তির হাসি , আমি ঈশ্বরী
দানের বিনিময়ে প্রতিদানের চুক্তি নেই কোন .
এক অদ্ভুত খেলার নেশা আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আমি নিজের পূজা নিজে গ্রহণ করি ...।
মৌমিতা দে
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন