নয়নতারা
চোখ এত সুন্দর তাই
ভেজা বাতাসের স্পর্শ আনি,
অনুভূতি আছে বলেই
তোমার আমি হৃদয় খনি।
কষ্ট কিসে জানি না তো
তোমার কথাই ভেবে ভেবে
পূর্ণ হল ভালোবাসা
তোমার আমার অনুভবে।
রাত পোহানোর স্বপ্ন-কথা
স্বপ্ন হয়েই থাকতে দাও
মনের ঘরের মায়াবতী
ভেবে শুধুই কাছে নাও ।
তেপান্তরের মাঠ পেরোনো
রূপকথা আর চুপকথারা
ঘুমিয়ে পড়ে রাজার কুমার
রাজকন্যের নয়নতারা ।
ইন্দ্রাণী সরকার
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন