নির্মাল্য বিশ্বাস











প্রান্তিক স্টেশন




পাহাড় থেকে পাহাড় ছুটেও
ছুঁতে পারিনি চাঁদের ট্রেন,
কফিনবন্দী হৃদয় চলে গেছে
রাতের হুইসল বাজিয়ে।

চাঁদের আঙুল ছুঁয়েও
আলো ধরতে পারিনি।
কুয়াশার জিগজ্যাগ পেরিয়ে
ছোট হতে হতে মিলিয়ে গেছে
লাল দু'টো চোখ।

শিরিষের জঙ্গল পার করে
ঢুকে যাবে পাহাড়িয়া এক্সপ্রেস
আঁধার রাতের টানেলে।
পূর্ণিমার রাতেই আসবে
অমাবস্যার অকাল বোধন।

তুষার ঝন্ঝায় ধসে যাওয়া
পাহাড়ি পথ চলে গেছে
মহাপ্রস্থানের দিকে।
সারি সারি বরফের ফুলে
ঢেকে গেছে ন্যারোগেজ ফাটল।
জানি,ওই গিরিখাতেই
নুড়ির মত গড়িয়ে পড়বে চাঁদ,
পাহাড়ে পাহাড়ে ঘষা খেয়ে
চকমকি জ্বালবে আমার চিতার;
মিশে যাবে মোমের প্রপাতে।

পাহাড় থেকে পাহাড় ছুটেও
মেঘদূত হতে পারিনি।
জোছনায় পিছলে গেছে হাতের মুঠো,
পাঁজরের ওপর দিয়ে একটা একটা করে
চলে গেছে যান্ত্রিক চাকা।

অপেক্ষা করো চাঁদ,
প্রান্তিক স্টেশনে পৌঁছে অপেক্ষা করো।



নির্মাল্য বিশ্বাস নির্মাল্য বিশ্বাস Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.