ঘ্রান
আমি খুঁজতে যাচ্ছিলাম আমার মনের মত শব্দ
কিছু মিষ্টি কিছু টক ঝাল এদিকে ওদিকে পড়ে থেকে থাকে যদি
চানাচুর ঝাল মুড়ির মত টুকরো আদরের কুচি
চিকচিক করে জ্বলে ওঠে নিখাদ হীরের ফোটা
হেমন্তের ধূসর গোধূলি মেঘ ছায়া নিয়ে নামে
বাতাসে সুরের গন্ধ অনুরোধ আসরের গান ছুঁয়ে আসে ছোট বেলা।
সন্ধ্যে নামা শাঁখের আওয়াজ ঘরে ধূপ আরামের ঘ্রাণ ফিরে আসি এসো রেশ
এসো প্রাণ পাপড়ি মেলে বোসো পেতে রেখে দিয়েছি হৃদয়
শিশু প্রাণ স্থির হবে বলে। জিরোই দু দন্ড আজ
ভালবাসা চাদরের নাম।
সোনালী বি মুখার্জী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন