জয় ব্যানার্জী













রক্ষাকবচ 




রক্ষাকবচ আমি, রক্ষাকবচ আমি তোর।
চলেছি যে হেঁটে তাই পাশে তোর রাতভোর।।
আসুক করতে আঘাত, সর্ব সে শক্তিমান।
ভালোবাসা ঢালে সব, হয়ে যাবে খান খান।।

দেখি তোকে কে কি বলে, দেখি তোকে মারে কে?
জেদি টা দাড়িয়ে আজ সব পথ আটকে।।
মারবে তো আসুক না, দেখি গায়ে কতো জোর?
ছেলেও তৈরি মাগো, ভুলে গিয়ে ঘুমঘোর।।

করবে আঘাত তোকে – হাত এতো শক্ত?
লড়ে যাবো আমি মাগো, নিয়ে শেষ রক্ত।


জয় ব্যানার্জী জয় ব্যানার্জী Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.