সোনালী ব্যানার্জী














শেষের কথকতা





সব কথা শেষ হয়ে গেছে -এমনটা নয় ।
তবু শেষ বলা ভুল কী ?
থেমে যেতে চাইছি প্রাণপণ চেষ্টায় !
সেও , শেষ হতে চাওয়ার শুরুয়াত ।
তবুও জমবে জানি
অনেক না বলা হেলাফেলা কথা
অনাদরে এক কোণে ।

একটু আড়াল ...... সবার থেকে
আমি নাক ডুবিয়ে আনকোরা শব্দের
গন্ধ টেনে নেবো ।
ভেবো না , ছোঁবো না ওদের ।
হাতে আজও অনেক ময়লা লেগে আছে.....

মনে যত কথা জমবে
চোখে ততটাই মেঘ
মেঘেদেরও অভিমান হয় আমার মতোই
একটা মেঘ ভাঙা বান আসুক
সব কথা ধ্বসে যাক ,ভেসে যাক

সেইদিন.......
সব শেষ হবে ।



সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.