সাঈদা মিমি













পাভালোভা, তোমার জন্য



পাভালোভা, কিয়েভের রাত যেদিন
শুয়ে ছিলো, তুমি স্বপ্ন দেখছিলে-
বরফঝড় কমে গেলে ভোলগার জলে আঙুল রাখবে

দস্তয়েভস্কি পড়োনি, শ্রমিক বিপ্লবের
গল্প শুনেছো… বলেছিলে দেশ টুকরো
হয়ে যাওয়ার পরে তোমার জন্ম, মস্কো স্কয়ারের ঘণ্টি
এখনও কি সময় সংকেত দ্যায়?

ক্যালিফোর্নিয়ায় বসতি চাও, সেটাও বলেছিলে-
সব ইচ্ছে সত্যি হওয়ার আগে
এই পোড়া দেশে আর একবার এসো,
তোমাকে বৈশাখের উৎসবে নিয়ে যাবো…





ডুবসাঁতার




০১
খসে যাওয়া তারা! কি চাইবো? যে
আলো নিজেই বিপন্ন-
কিইবা আমাকে দেবে পতন সম্ভোগী?
০২
পাপের সঞ্জীবনী আরেকটু করে নেই পান,
কাল ভোর হয়তো বা আমার হবে না ।
০৩
আলগা হাওয়ার সাথে খসে পড়ে
স্মৃতির পাতারা, আমারও কৈশোর ছিলো;
কান্নার রঙপথে হাসির ফোঁয়ারা
০৪
ছাতিমের লাশ পড়ে আছে, ছেঁড়া মাথা,
কুঁড়ালের কামারিরা ব্যাস্ত এখন...
০৫
স্বপ্নেরা ক্ষয়রোগে ভোগে, তুমি রোজ মরছো
জেনে আমাকেও মরে যেতে হয় ।



সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.