ইন্দ্রাণী সরকার













অলৌকিক প্রেম




অনেক কিছু না চাওয়ার পরেও যখন
কিছু চাওয়া থেকে যায় তখন একে একে
সব হিসেবের গন্ডী ছাড়িয়ে মন ছুঁয়ে
থাকে এক অপরূপ রূপের আবেশ মায়া
ধীরে ধীরে বিষণ্ণ কথার প্রলেপ সরিয়ে
শুধু থেকে যায় এক পূর্ণ আনন্দের রেশ
সব কিছু চাওয়া পাওয়ার উর্ধ্বে কেবল
অনাবিল ভালবাসা ও সুরের গুঞ্জনধ্বনি
কিছু ত' চায় নি সে, শুধু একটু আশ্বাস
আর মুগ্ধ ভালবাসা আর তারই মাঝে এক
পদ্মফোটা মনের একটুকু গভীরতা
এতেই ভরে থাকে মনের শান্ত ঝিল্খানি
গভীর অলৌকিক প্রেম আঁকা হয়ে যায়
পথের ধূলায়, পাখিদের ডানায়, অবসন্ন মনে
এক নির্জন মণিকোঠায়, চিরধৌত বেদনা
আর বর্ষাসিক্ত কদমের অজস্র ঝর্ণাধারায় ...


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.