উত্তরসূরি
যার ঔরসে জন্ম তোমার- হে সন্তান
দেখো- সে- বিষন্ন পিতা তোমার
আজও দুহাত উপরে তুলে ছুটে বেড়ায়-
ভিক্ষুকের ন্যায়,
তোমারই অধিকারের দাবীতে ।।
যার গর্ভ হতে গর্ভজাত তুমি- হে সন্তান
দেখো- সে- গর্ভধারিনী তোমার
আজও কাতরায় প্রসব বেদনায়-
যে ঋন কভু শুধাবার নয় ।
তবু তুমি নিশ্চুপ বধির !!
দেখোনা-
জননীর বুকে নর-পিশাচেরা আজও নেচে বেড়ায়
ধর্ষন করে যায় অবলীলায়
নির্যাতন-নিপীড়ন মাত্রা ছাড়ায়
উলঙ্গ করে তাকে পণ্য বানায়- বাজারে বিকোয়।
তুমি কি দেখোনা-
নির্মম যা কিছু করছে ওরা ।
তাহলে !!
তুমি কি এখনো শয়তানের মায়াজালের পিছু ছুটে বেড়াও ?
বিবেক কি তোমায় এখনো নাড়া দেয়না
হে সন্তান-
তবে বসে কেন
গর্জে ওঠোনা কেন ?
গর্জে ওঠো ।
কেবল গর্জে ওঠো একবার- হে সন্তান
সমস্ত শক্তিতে গর্জে ওঠো ।।
রায়হান সিদ্দিকী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন