
চন্দ্রাকপোত
আঁচলের গিঁটে কুমারী রেখেছিল ইচ্ছেফরিঙ পথ
রঙমশাল সিঁথিতে তার, ললাটে চন্দ্রাকপোত
ছিল চোখ নগরে নিদ্রামনি বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
পারিজাত বন পিঠ নদীতে, ক্রমশ প্রগলভতা;
ধূমযোনি তার নাভিমূলে গহীনে দোহদী বারতা
হাতের দু’পিঠ বালুরাজময় উল্টে দিলেও সাগর
আধেক জীবন সুখময় বাকিটা দুঃখপাথর!
চুলের গাঙে রাহুগ্রাহ খেলা, অধরায় রেনুসার
বাগাড়ম্বরহীন কণ্ঠে ছিল মাদকময় মনিহার
রুপোর বাক্সে ধনিকাপুতুল অপূর্ব প্রার্থনাতে
পুরোহিত সময়-অসময়ে বলে পৌরুষ বিকোতে ।
ছিলেম নিরম্বু এক জড় মানবরাজ উদাসীন যার বেশবাস
তিরস্কারের রক্তাক্ত পরিনতি হলো, তাহার রুদ্রাবাস
আজ চোখ নগরে আমার নিদ্রামনির বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
বুঝিনি আঁচলের ঘরে রেখেছিলে রক্ষাকবজ
দিশাহীন আমি আজও খুঁজি হারানো চন্দ্রকপোত।
যেথায় পাপ বৃষ্টির আস্ফালন
-বৃষ্টি হচ্ছে খুব
-হবেই তো, পাপ জমেছে যে
-সাকিনদের কড়ইপাছ পড়ে গেছে
-পড়বেই তো আর কত সইবে এ পাপালয়ে বৃক্ষও অতিষ্ট!
-এতো বর্ষণ বিরক্তিকর
-মোটেই না; পাপ ধুয়ে যাচ্ছে ....
-মিত্তির বাড়ির দেয়ালে ফাট্ল
-ভাগ্যিস দেবে যায়নি
-কেন দেবে গেলে কি হতো
-বেঁচে যেতো ঘরটা; কম তো আর পাপ রচনা হলো না
-রাস্তায় পানি জমে যাচ্ছে?
-পাপ ধুয়ে মুছে নামছে যে
-হাঁটু অবধি
-পাপের কি কমতি হয়
-ড্রেন ভরে যাচ্ছে পরিস্কার করবে কে?
-পাইপের কনডম পরিস্কার করতো যারা
-পুকুরে পানি থৈ থৈ করছে
-মিতালী হবে মাছের সনে
-নদী ভাসছে
-তোমাকে ডাকছে
-ঠায় হবে আমার-
-পরিশোধিত করবার আহবান কি আর আসে বার বার
-বৃষ্টি কি থামবে না?
-যতক্ষণ না কর্পূর উবে যায়
-আহা! যদি তৃণ হতাম-
-তাহলে কি বেঁচে যেতে!
-কেন?
-পদ ধর্ষণ হলেও ক্ষানিকটা হতে বৈকি
-বৃষ্টি শেষ হবে কখন?
-পাপের গণনা শূণ্যতায় নামবে যখন
-ততক্ষণ থাকবো তো!
-হয়তো বা।
সকাল রয়
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন