ময়না পাখি ময়না পাখি কথা বলে যদি শিখিয়ে দাও যা বলবে তাই বলে তাই আনন্দ পাও এই আনন্দ ক্ষনিকের জন্য চেষ্টা করো বুঝতে ময়নার মনে কি কষ্ট যদি সেটা খুঁজতে । খাঁচার ভিতর ময়না পাখি একদিক ওদিক উড়ে পারে নাতো উড়তে সেটা মুক্ত আকাশ জুড়ে কেন থাকবে খাঁচার মাঝে অনেক দুঃখ তার দাওনা তাকে মুক্ত করে কষ্ট পাবেনা আর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন