মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

পরিচিতি  








অসম সমীকরণ 



সন্ন্যাসযাপনে থেমে যায় পাখির গান
তসবির দানা পাঠে পাঠে বুড়ো বটগাছের ঝুরি বেয়ে নেমে আসে
খেয়াঘাটে ডিঙ্গি বাঁধা আছে জানি, কুয়াশাঝাপসা নদীর ওপার
কেতাবে নাকি লেখা আছে ওপারেই সব সুখ-
আমাকে ভাবায় না।

আমাকে ভাবায় শুধু অসম সমীকরণ
কেউ কেউ হাতে নিয়ে আসে সোনার চামচ
শুরু থেকেই কেউ কেন বনে যায় পথশিশু।

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.