ভালোবেসে বাংলাদেশে এসে
হে মহান ঈশ্বর আজ বড় ভারাকান্ত, ব্যথিত
হৃদয়ে প্রার্থনা করি
আমার প্রিয় জন্মভূমি ফেলে আসা ফুলপুর,
সোনালী আলোয়
জয় বাংলার বাংলাদেশে, এই কি সেই 1971 সালের বাংলাদেশ?
হায়! আজ কোন অনুযোগ, অভিযোগ নেই,
নেই কোন বিদ্বেষ, শেষ
হয়ে গেলো কি স্বপ্নের দেশ, গড়ে তোলার কাজ।
সেই পদ্মা বিশাল সুনীল আকাশে এসে মেশে।
অবরুদ্ধ হয়ে, থম থম পরিবেশে, আতংক, শঙ্কা, চোখে মুখে হতাশা,
সন্ত্রাসীর অতর্কিতে পশ্চাত হতে
আকস্মিক আক্রমনে, পেট্রল বোমা,
অগ্নি সংযোগ, মানুষ পোড়ার দুর্গন্ধে, বিস্ফোরণের, লেলিহানে কালো
ধোঁয়ায় ঢেকে যাচ্ছে সূর্যোদয়েসূর্যোদয় পূর্ব শীল আকাশ, পুত্র পুত্রী হারা
জননীর বিলাপে, হাহাকারে,হৃদয় বিদারক কান্না,
হে ঈশ্বর তুমি কি স্থবির
বধীর হয়ে গেলে? ক্রোধে বজ্র কঠিন, স্তব্ধ; নিঃশব্দে নিস্পৃহ নিশ্চুপ তুমি?
সে কি এই তোমারই সৃষ্টি, আজ পরস্পরের প্রতি সহিংস্র, সহিষ্ণুতা অভাবে
তোমার সন্তান ঐ দেখো কি প্রচন্ড জিঘাংসায়
উন্মত্ত, হত্যালীলায়, বোধহয়
ক্রীড়ানকের অঙ্গুলী হেলনে, অশুভ সংকেত, মুহূর্তে
ঝাপিয়ে পড়ছে অন্যের
দেহে, অবাধে চলছে, হত্যা, হত্যা চারিদিকে হত্যা,
আত্মঘাতী ভাতৃ হত্যা।
সন্ত্রাসের ভয়ে সন্ত্রস্ত সারা এশিয়া মহাদেশ, কার পানে এই অভিশপ্ত
জীবন, এ পাপ আমার তোমার তাঁর, প্রার্থনায় মোনাজাতে গুনা কবুল করো তুমি, করি আমি, নিশ্চিত বিশ্বাস
এ আমার হে ঈশ্বর তোমার অপার করুনায়, কৃপায়, আবার ফিরে আসবে, টিনের ছাওয়া, মায়া ঘেরা ঘরে
আনন্দে শিশু হাসবে, ফোটে উঠবে হাসি,
ফল ফুলে ভরা গাছে গাছে ডাকবে, দোয়েল,
শান্তির দূত কপোত, কপোতী, দেশে দেশে এ সুখে বার্তা
পৌঁছে দিতে আকাশে আকাশে উড়ে যাবে এক ঝাঁক শঙ্খচিল।
শ্যামল সোম
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন