সেখ সাদ্দাম হোসেন

পরিচিতি  










নদী পাড়ের কবিতা



ফুটন্ত জলের মতো
   আমি নিকোটিনে হাত রেখে
           সেদ্ধ করছি আমার অতীত ।
তাঁর নেলপালিশের বয়স ভেঙে
ওই পৌষের শীত
এই পৌষের শীত
বায়স্কোপ কারাগারের রঙে রঙে বিদীর্ণ করছে
আমার নাগরিক সঙ্গীত ।
বলি, ও মাঝি বৌ
আগামী ভোরের শব্দছক গিটারে
আমার তরে
এ মাটির সংগ্রহশালায়
এক সুঁতো ভাটিয়ালি গেঁথে যেও ।



সেখ সাদ্দাম হোসেন সেখ সাদ্দাম হোসেন Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.