তাই কান্না এসে ধরা
দেয় না।
চোরাবালিতে হারিয়ে যায়
ভোরের স্বপ্ন আর সূর্য...
আসলে এখন আমি কান্না খুঁজি না
আসলে এখন কোনো ব্যাথা পাই না
আসলে দেখেছি কত রঙিন শৈশব
হারিয়ে যেতে। দারিদ্রের যুদ্ধে।
আসলে চিনেছি ফুটপাত কি?
ভাবিনি ওটা কারও ঘর হতে পারে !
আসলে ভাবিনি 'নবান্ন' নাটকের দৃশ্যপট
এতটা কালজয়ী। নবান্ন আছে !
খুঁজে পাইনি দীর্ঘ চৌত্রিশ বছরের সাম্যবাদ
সময় সারনি ধরে হেঁটে যায় বছর...
বছর আসে আর যায় ভাঙা উঠোনে ;
চৌকাঠের ওপারে পড়ে থাকে অভুক্ত পেট
সাম্যবাদ বদলে যায় অনুদানে
অনুদানে পেট ভরে না, ভরে ব্যালট বাক্স।
চোরাবালিতে হারিয়ে যায়
ভোরের স্বপ্ন আর সূর্য...
আসলে এখন আমি কান্না খুঁজি না
আসলে এখন কোনো ব্যাথা পাই না
আসলে দেখেছি কত রঙিন শৈশব
হারিয়ে যেতে। দারিদ্রের যুদ্ধে।
আসলে চিনেছি ফুটপাত কি?
ভাবিনি ওটা কারও ঘর হতে পারে !
আসলে ভাবিনি 'নবান্ন' নাটকের দৃশ্যপট
এতটা কালজয়ী। নবান্ন আছে !
খুঁজে পাইনি দীর্ঘ চৌত্রিশ বছরের সাম্যবাদ
সময় সারনি ধরে হেঁটে যায় বছর...
বছর আসে আর যায় ভাঙা উঠোনে ;
চৌকাঠের ওপারে পড়ে থাকে অভুক্ত পেট
সাম্যবাদ বদলে যায় অনুদানে
অনুদানে পেট ভরে না, ভরে ব্যালট বাক্স।
সৈকত শী
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন