মৈত্রী গোস্বামী

পরিচিতি 








অকৃতজ্ঞ





জোঁকের ছদ্মবেশে আঁকড়েছিলাম শক্ত,
মন্দ হলেও গিলেছি কেবল সবটুকু বদরক্ত।
কি প্রয়োজন লবন দেবার করতে আমায় জব্দ,
আমিতো শুধুই চেয়েছি হতে সত্যি প্রেমের ভক্ত।

কষ্ট দিলেও টাটকা করে গরম ভাতের ফ্যান ,
পান্তা ভাতের জল কেন আজ দিচ্ছে আমায় জ্ঞান?
পাঁক না হলে ফোটোনা তুমি তাইতো আমি কাদা
পদ্ম হয়ে জন্মে বলো কেন তুমি নও সাদা ?

নিয়েছি শুষে চলার পথে যাকিছু তোমার মন্দ
আজকে তুমি বোলছো আমার গায়ে নাকি দুর্গন্ধ ।
পেতেছি মাথা সেজেছি সিঁড়ি বসেছি তোমার পিছে ,
উপরে উঠে বোলছো আমায় বড্ড তুমি নীচে।

আজকে কেন কাঁদছে আমার মরচে পড়া মগজ
বুঝছে এখন ঠেলার চেয়ে টানা যে অনেক সহজ।



মৈত্রী গোস্বামী মৈত্রী গোস্বামী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.