সোনালী ব্যানার্জী


রান্নাঘরের বেসিনে কলটা খারাপ হয়েছে। টুপ টুপ করে সমবিরতিতে জল পড়েই যাচ্ছে । বেশ জোরেই চেপে কলটা বন্ধ করার আর একবার ব্যর্থ প্রচেষ্টা করে রিমা । দীপ্ত সাতদিনের জন্য অফিস ট্যুরে ব্যংকক গেছে। ফাঁকা নিস্তব্ধ ফ্ল্যাটে জল পড়ার শব্দ বেডরুমেও শোনা যাচ্ছে । একটু বিরক্তি নিয়ে ঘড়ির দিকে তাকাতেই খেয়াল হয় , সেকেন্ডের কাঁটার সাথে তাল মিলিয়ে জলের ফোঁটাগুলো ঝরে পড়ছে। রিমার মনে হয় এ যেন জীবন থেকে সময় খসে পড়ার শব্দ। মাটিতে পড়ে থাকা ম্যাগাজিনটা তুলে রাখতে গিয়ে দেয়ালজোড়া আয়নায় চোখ পড়ে । নিজেকে খুঁটিয়ে দেখে সে । ঈর্ষা করার মতো সুন্দরী মেয়েটিকে দেখে ঠোঁটে ব্যঙ্গের হাসি খেলে যায় । এতগুলো দগদগে ক্ষতচিহ্ন কারও চোখে পড়ে না ! এই ফ্ল্যাট , গাড়ি , দীপ্তর দ্রুত পদোন্নতির সোপান রিমার রূপ । 

"একটা প্রাইভেট পার্টি আছে " কথাটা যত সহজভাবে প্রথমদিন নিয়েছিল এখন ততটাই ঘৃণায় কুঁকড়ে যায় । অয়নের মতে , "এও এক যুদ্ধ , রিমাকে ভাল রাখতেই তো !" ভাল রাখতেই ডিপ্রেশনের ওষুধ-ও । রিমা জানে , যে শরীরের এতো মোহ , সে এক শবাধার ছাড়া কিছুই না । সে শবাধার বহন করে ও ক্লান্ত হয়ে পড়েছে । হাইরাইজের বাইশ তলার ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ালেই রিমা পাখি হতে চায় প্রতিবার। কিন্তু ডানায় বড় ভার , ওড়ার শক্তি খুঁজে পায়না। আজ একটা চিল উড়ছে চক্রাকারে । ওর ডানার দিকে চেয়ে থাকতে থাকতে রিমার মনে হয় সেও পারবে । আকাশটা আজ বড্ড কাছে চলে এসেছে ।দুপায়ে ভর দিয়ে একটা ছোট্ট লাফ......ব্যস্ ! শরীরটা হালকা লাগে। সে আজ সত্যিই পাখি হতে পেরেছে । টুপ্ টুপ্ সময় ঝরে যাক্ , কেউ তার হিসাব রাখবে না আজ ।


পরিচিতি  
সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.