ফারহানা খানম

পরিচিতি  







মেঘ




স্মৃতির পলিরা জমে জমে  সবুজ উঠোন
এই মন
দিক চক্রবাল জুড়ে   কৃষ্ণবর্ণ মেঘ .
একাকি শঙ্খচিল,
মনের অগোচরে কিছু নতুন দৃশ্যের পটভূমি
প্রলয়ের কলতান ।
প্রজাপতির পাখায় আঁকা- স্বপ্ন মুছে যায়
শ্রাবণ ধারায়
ঝরাপাতার মতো পড়ে থাকে স্মৃতি
এই মনভুমে।
হৃদয় আঙ্গিনা জুড়ে থাকা ভাস্কর্যে জমেছে
ধুলির প্রলেপ
জ্যোতির্ময়   সেই মুখ  প্রতিনিয়ত আভাময়
এই মনে
অথচ সে আবেগহীন নিরুত্তাপ  পরিবাদে
আসে ঝড়।

শীতল হৃদয়- আবেগে ভালোবাসা জমে জমে
নিরেট বরফ
দৃষ্টি ছোঁয় তার দুচোখ সেখানে কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার
অনুচ্চারিত কান্না !!
মন তাই ভীষণ ব্যকুল গোধূলি -আলো তবুও
কিছু স্বপ্ন বিলায় ..

ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.