মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

পরিচিতি  






চেরাগ ঘুরালেও 


আমাকে নিয়েই আমি চলে যাব
স্থাবর-অস্থাবর পিছু ফেলে বটবৃক্ষও যায় চলে
চেরাগ ঘুরালেও দৈত্য কি আর আসে ফিরে!
ছেনাল বৃষ্টি ভেজায় ভূমি
ধানের শীষ শুষে নেয় সারবত্তা
পোষ্টমর্টেমে কতোটুকু থাকে!

ইথার হাতড়ালে সুর খুঁজে পাবে -
মেঘের ওপারে তানসেন চলে গেছে সেই কবে।




মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.