দীপুমালা

পরিচিতি








একুশ আমার মায়ের ভাষা




এ্কুশ আমার চেতনা
একুশ আমার বাসনা
একুশ আমার সালাম বরকত জব্বারের শ্লোগান
মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই।
একুশ আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা।

একুশ আমার মাতৃভাষা
একুশ আমার গ্রামের ভাষা
একুশ আমার শহরের ভাষা
একুশ আমার রাজপথের ভাষা
একুশ আমার কোটি কোটি প্রানের ভাষা
একুশ আমার বাংলা ভাষা।

একুশ আমার মায়ের ভাষা
বাংলা মায়ের দামাল ছেলেদের রক্তে রঞ্জিত রাজপথ
শত শত প্রানের বিনিময়ে অর্জিত
অমূল্য প্রতিষ্ঠিত একমাত্র মায়ের ভাষা।

ভাটিয়ালি গান বাংলা মায়ের প্রান
বাংলার মান-সম্মান
একুশ আমার মা মাটি দেশের ভাষা
একুশ আমার আমার মায়ের সীমাহিন ভালোবাসা।


থাকে না !




ভালোবাসা থাকে না।
ভালোবাসারা থাকে না।
কেন থাকে না?
তুমি, আমি, আমরা কেউ জানি না।


ভালোবাসার জন্ম




তুমি আমার হাতে তুলে দিলে
একটি রক্ত গোলাপ;
সজিবতায় গোলাপটি কেঁপে উঠল,
জন্ম নিল একটি ভালোবাসা।


অভিমান




ভালোবাসা, ভালোবাসাই থাকে
শুধু অভিমান করে ভালোবাসা
কষ্ট পায়;
এবং নিজেকে কষ্ট দেয়।


কষ্ট




আমি এবং আমার কষ্ট
আমারা কেউ আলাদা নই;
আমাদের একই দেহে বসবাস।
আমি যেখানে যাই;
আমার কষ্টও সেখানে যায়।



দীপুমালা দীপুমালা Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.