কালের লিখন

~ কবি পরিচিতি ~









বর্ণমালা প্রেম 



অনন্ত মহিমা শুধু মানুষের,
আপনার দিকে তাকাও ফের,
ইচ্ছে হলেই রুপ জানতে পারো,
ঈশ্বর পাবে যদি মানুষ ধরো !

উদয় হচ্ছে রাতে ও দিনে,
ঊষা আর অন্ধ আঁধার মেনে,
ঋণ শুধাও যদি মানুষ গুনে।

এক নিরিক্ষ ধরে সামনে যাও,
ঐশ্বর্য নিত্য পাবে, নিজেতে তাকাও,
ওজন পাবে নিশ্চিত জ্ঞানের দরে,
ঔষধ খাও দেহ নয়, মনের জ্বরে !


কালের লিখন  কালের লিখন Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.