![]() |
| পরিচিতি |
ভিউ পয়েন্ট
চোখ পড়ে আছে ক্যামেরার ভিউ পয়েন্টে,
অথচ কোথাও কেউ নেই
মৃত্যু সরিয়ে জীবন খুঁজতে খুঁজতে,
তারা ঢুলে পড়েছে শ্লথ রাতে ।
এই রাতের ভেতর শত্রুরা জ্যান্ত হয়ে উঠলে,
পিছন থেকে ভিডিও হবে মৃত্যুর
শির দাঁড়া বেয়ে হাজার প্রশ্নে;
সাবধান বাণী ছড়িয়ে পড়বে
শহরের অলি গলিতে ।
তখন অলি গলিতে ঝুলবে বিশৃঙ্খল
মৃত্যুর শুভ মুহূর্ত
দেখানো হবে ক্যামেরায়
সবার জন্যই থাকবে তা উন্মূক্ত
শুধু থাকবেনা আর কোনো বেঁচে-ওঠা!
মৃত্যুর পরে কোনো বেঁচে-ওঠা থাকে নাকি?
ঠিক সেই সময়ই
এই মৃত্যুকে কেন্দ্র করে জেগে ওঠবে,
অসংখ্য প্রেমিক বা প্রেমিকা
স্মার্ট হবে তারা সমস্ত খেয়ালে
সমস্ত প্রেম ভালবাসার মনের মিলনে!
শুধু
ক্যামেরার ভিউ পয়েন্টে পড়ে থাকা দৃষ্টি
ঠিক কাকে খুঁজেছিল এটা না জেনেই,
ময়নাতদন্তের ভাষা হবে মার্জিত!
এই মৃত্যুর রহস্য খোঁজে না পেয়ে,
আবারো পৃথিবীতে
শত্রুদের জন্মদিন পালিত হবে !
ক্যামেরায় ছবি তুলবে ভিউ পয়েন্টে চোখ রেখে !
বাতিল লেখায়
যেখানে পড়ে আছে বাতিল লেখা
অসংখ্য আঙুলের
ভীড় ঠেলে নিজেকে
হারিয়ে অতিরিক্ত আদান প্রদান
শনিবারের আঘাত
জট পাকিয়ে পাকিয়ে
একেমন বাঁচা নিয়ে শাদা দুধভাত
জোয়ান দুপুর বেলায়
অবুজ সকাল হারিয়ে
বাতিল লেখার ঘোর বাতিল সতর্কতায় ।
সতর্কের হাওয়ায় উগ্র নেশা
অ-স্থির হয়
শত্রু মিত্র ভুলে
একেকটা ভাব মুখে নিয়ে
একেকটা ভাব ঠোঁটে খসে
পা বাড়ায় তাকে উদ্দেশ্য করে
বহনের যোগ্য বাতিল লেখায় ।
এইসব বাতিল লেখা পড়ে
যারা
নিজেকে গুছিয়ে রাখে কপালে
রেলিং ধরে যাপিত অক্ষরের
গতকালের উঠোন ধরে
আজকের বারান্দা ধরে
তাদের
উঠোন-বারান্দা ফুরিয়ে এলে
পিছন থেকে ফিরে আসি
বাতিল লেখায় লাফাতে লাফাতে ।
স্বভাবে জ্বরের প্রভাব
এখন ঘরভর্তি জ্বর থেকে সরিয়ে রাখো তাপ
মহড়া দাও জলের বুকে জমা রাখা সংকেতের,
শরীর জড়াতে জড়াতে ধারণ ক্ষমতা বাড়াও;
ভবিষ্যতের সুস্থতায় যারা বর্তমানকে
নষ্ট করেছে তারা কিন্তু অন্ধকার নয় !
তাদের কলমের মস্তিষ্কে যে রক্তক্ষরণ
চলছে শুধু এইটুকু ধারণ করলেই জ্বর,
চলে যাবে ডিপ ব্ল্যাকহোলের অভিন্ন লাইনে ।
দিন শেষে লাইনে লেগে থেকে শিশুরা 'ভাত' চায়,
আমাদের মায়েরা 'রাইস' বলে এগিয়ে যায় !
এগিয়ে গেলেই দৃষ্টি বাইরে থেকে ভেতরে নিয়ে
সমস্ত নীরবতা লিপিবদ্ধ করে দেশমাতা
কেঁদে চলে দমবন্ধ পরিবেশে দম নিতে নিতে
আশ্রয়ের ঘর খোঁজে না পেয়ে চলে যায় পিছনে !
পিছনের গল্প কেউ কি মনে রাখে কখনোই?
ইউল্যাবে বসে থাকা রাঙ্গাদিদের গালে,
লিখে রাখা ভাষা আন্দোলনের ইতিহাস পড়ে
শিশু অনিন্দিতারা জানতে জানতে বড়ো হয়ে গেলে,
পিছনের গল্পে তাঁরাই ভাত দিবে মায়েদের ।
এমন ভাতে পেঁয়াজ ও কাঁচামরিচ জ্বরের ঘোরে প্রলাপ,
স্কুলের বইয়ের ছয় নাম্বার পাতার
ওমে গেঁথে রাখা
ভালবাসা আর প্রেমগুলোর দিকে
সময় পেলেই যাওয়া;
আকর্ষণের কেন্দ্রবিন্দু ছাড়িয়ে ছাড়িয়ে
জ্বরের প্রভাবে নয়তো জ্বরের স্বভাবে।
ঐশী দত্ত
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন