প্রভাত ফেরী
কৃষ্ণচুড়ার লাল আবীরে এলো অমর ২১শে ফেব্রুয়ারী
সালাম রফিক বরকত জব্বর স্মরণে রক্তিম প্রভাত ফেরী।।
বেদনার ঐ নীল জাগে দূর আকাশের শুভ্র মেঘের মাঝে
রাষ্ট্রভাষা বাংলা চাই চুটছে মিছিল সকাল দুপুর সাঁঝে ।।
বাংলা মায়ের দামাল ছেলে শুয়ে আছে ঐ শহীদ মিনারে
গোলাপ থেকে ঝরছে রক্ত লেগে আছে সিঁড়ির কিনারে।।
লাখো মুখের ভীড়ে মাগো আজো কেনো খুঁজিস শহীদেরে
স্বরবর্ণতে লুকিয়ে আছে যদি পারিস ছুঁয়ে দেখিস তারে।।
মাগো তুই একলা নাতো আমরা আছি তোর কোমল বুকে
বিশ্বজুড়ে চেয়ে দেখ মা বাংলা ভাষা আজি সবার মুখে মুখে।।
কামরুল হাসান হারুন
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন