১৭ জানুয়ারি ২০১৫
-০-------------------------
বাইরে একটানা অসময়ের দুরন্ত বৃষ্টি । প্রেমিকের চেনা চপলতার মত বৃষ্টি ও যেন বায়না ধরেছে , সমগ্র রজনী চুষে নেবে আমার অতীতের সব ধূসরতা । বৃষ্টি-ফোটায় রাতের নিয়নের গায়ে বিন্দু-বিন্দু জল , তাপ আর জলের এই অবস্থানে যেন হাতে হাত ধরে থাকার সেই অঙ্গীকার ।
সামনের জানলা থেকে অস্পষ্ট ভেসে আসছে রবি- সুর , টেবিল ল্যাম্পের মিদুর আলোর নীচে ডুবে রয়েছে কাল পাতার ইতিহাস । 'নষ্টনীড়' থেকে উড়ে যাওয়া পাখির পালকের দিকে ঝুঁকে রয়েছে চারুর একাকীত্ব ।
বৃষ্টিরাতের অন্ধকারে ছুঁয়ে থাকি আটপৌরে পরকীয়ার বিষণ্ণ বৃষ্টিছাট ।
বুকে টোকা মেরে দেখি নদীর শেষ স্রোতের জলে রয়েছে কি কোন পাহাড়ের নুড়ি ।
হঠাৎ দমকা হাওয়ার এলোমেলো উপস্থিতি , কপালের নীচে বিন্দু -বিন্দু ঘাম । নাহ আজ আর ঘুম হোল না , কালকে সকালে আবার তো সেই শরীরী জীবন শুরু ......
২৬ শে জানুয়ারি ২০১৫ উৎসব
-০-------------------------
শাড়ির আঁচল গোছাতে গোছাতে আয়না একবার জরিপ করে নিলো মনে হল ।
ঠোঁট এখনো খানিক ফুলে আছে , লাল লিপস্টিক ভাল করে চাপিয়ে নিতে হবে , অফিসে অভির দিকে তাকাতে পারব তো ? ফোলা দাগ কি অভি বুঝতে পারবে ? বুঝে ফেললেই আবার যদি জেনে যায় আবার ধুন্ধুমার কাণ্ড বাধিয়েই ছাড়বে ।
আমি কারুর নই , ইছামতীর পালতোলা নৌকার মত এগিয়েই তো যাচ্ছিলাম , উদ্ভ্রান্ত হাওয়ার দাপটে যে নৌকার পাল ভেঙে গেছে সেই নৌকা ও কি আমার মত চলে ধীরে ?
নাহ , আর ভাববো না , বুকের পাখিটা উড়তে যদি চাই উড়িয়েই দেবো !
রোদ্দুর বুঝবে না এসব , বেঁচে থাকার এই অভিনয়টা তুমি ধরতে পারবে না রোদ্দুর ।
জল তো কোনদিন কারুর হতে পারেনি , জলে যে যার মত শুধু অবগাহন করে যায় ।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রোমান্টিসিজম
-০-------------------------
একছাদ পূর্ণিমা উপহার দিলাম , .প্রেয়সীর চোখের মত ঘন নীল। শেয়ালের চোখের মত যে পূর্ণিমা স্থির রয়েছে তোমাকে সুখী রাখার প্ররোচনায় ।
পাটভাঙা শাড়ী আর মসৃণ কপালে নেমে আসা অবাধ্য চুলে নাম না জানা ফুল গুঁজে দিয়েছি , যার ঘ্রাণ তুমি অতদূর থেকে পাচ্ছ অভি ?
ধ্রুবতারার বুকে বসন্ত চিহ্ন এঁকেছি আজ দেখো শুধু তোমারই জন্য , আকাশগঙ্গা সমস্ত পৌরাণিক কৌলীন্য ভুলে খসে পরা তারায় বর্ণময় সৌন্দর্য দিয়ে সাজিয়ে রাখে আমার জগত ।
অভি , বড্ড ঘুম পাচ্ছে আজকে ! কতকাল হয়নি যেন ঘুম । মনে পড়ে ? তোমার ? গাড়ুই নদীর চরে এমন ই এক খাসা পূর্ণিমায় তোমার কোলে মাথা রেখে যে তারা-খসা দেখেছিলাম , তাকে বলেছিলাম এমন করেই বাঁচিয়ে রাখো আমাদের ! আজ দেখো - তোমার আমার মধ্যে কোন রেলপথ নেই , সড়কপথ নেই , জলপথ নেই , আকাশপথ নেই অথচ কত সহজেই পৌঁছে যাওয়া যাবে তোমার কাছে , মেডিক্যাল ষ্টোরের স্লিপিং পিল নিমেষে করে দিল তোমার - আমার মিলনের পথ....
![]() |
| পরিচিতি |
চন্দ্রা (সোনালী) মুখাজ্জী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন