সোনালী ব্যানার্জী



সোম থেকে শুক্র সকালটা দৌড়ায় , সেই সাথে আমি । ঘড়ির সাথে পাল্লা দিয়ে মেয়ের হাত ধরে স্কুলে ছুট , দুগ্গা দুগ্গা বলে । আজ রিক্সা শীতলামন্দির পেরিয়েই একটা জটলায় আটকে গেল। নির্ঘাৎ শুটিং ! স্টুডিয়োপাড়ায় বাসের বিড়ম্বনা । ফেরার সময়টা হেঁটে ফিরি । এই অছিলায় মর্নিং ওয়াকটাও হয়ে যায় আর কি। এইবার খেয়াল করলাম জটলা বটে তবে ক্যামেরা তো নেই একটাও। মুখচেনা ভিড় । সর্ব্বনাশা কৌতুহল উঁকি দিতে বাধ্য করল ।

এ কি!! কিছুক্ষণের জন্য যেন পজ্ বাটন টিপে সব স্তব্ধ করে দিয়েছে পৃথিবী। লাল বেনারসী , মাথা ভর্তি সিঁদুর। আলতা পরা পায়ে ,ফুলের সাজে ও আজ নববধূর মতো সেজেছে ! 

পা ঘষে ঘষে পিছিয়ে রূপুদার দোকানের সামনে এসে দাঁড়ালাম । কালও ওকে দেখেছি - ছটফটে ,প্রাণবন্ত। রোজকার মতোই সদ্য স্নান সেরে রাস্তায় কল থেকে জল নিতে এসেছে । আলাপ ছিল না ঠিকই কিন্তু তাতে চোখাচোখি হলে হাসির অন্তরায় হয় নি কখনও ।

 কি এমন হল এক রাতে ? রূপুদার দিকে তাকাতেই - "ওর বর নাকি আর একটা বিয়ে করেছে , তাই... " হাসি হাসি সিঁদুর টিপ পরা মুখটা ,নাকে সিঁদুর লেপ্টানো ! বিয়ের পর থেকেই শুনছি নাকে সিঁদুর পড়া মানেই স্বামী সোহাগী । বেশ লাগত কখনও নাকে সিঁদুর পড়লে আয়না দেখে আহ্লাদি বউ হতে । অজান্তেই হাতটা নাকে চলে গেল । আঙুলের ডগায় গুঁড়ো সিঁদুর পড়েছে তাড়াহুড়োয় । আঁচলে নাকটা মুছে নিলাম আস্তে আস্তে ।


পরিচিতি  
সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.