ইন্দ্রাণী সরকার

পরিচিতি  







অদৃশ্য পাখি 




তুমি থাকো কি না থাকো আজকাল আর ভাবি না
তুমি সাধারণের থেকেও সাধারণ
শুধু আমি তোমায় কাছে টেনে
অসাধারণত্ব দিয়েছিলাম ।

কিই বা আছে তোমার যদি ভেবে দেখো ----
আসলে আমাদের অস্তিত্বের
উপলব্ধি তখনি হয় যখন কেউ ভালবাসে ।

যেদিন ভুলে যাব কি কথা
হয়েছিল কোন এক বৈশাখী ঝড়ে
অথবা কোনো এক রহস্যময় বিকেলে
সেদিন থেকে তুমি এক অদৃশ্য পাখি উড়ে গেছ বহুদূরে ।








ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.