| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বৈপরীত্য আমি হাঁটতে থাকি আমি হেঁটে যাই............ হাঁটতে থাকি শত ব্যবহারে চেনা এই শহরের ফুটপাত দিয়ে। বুক চিতিয়ে হেঁটে যাই, যেন আমার দুর্বলতা প্রকাশ না পায়। আমার গতি রোধ হয় – কোন ভিখারি কিছু চায়, হকার কিছু বেঁচতে চায়, একরাশ বিরক্তি নিয়ে এড়িয়ে যাই। আমি হাঁটতে থাকি, আমি হেঁটে যাই............ সামনে জটলা, উৎসুক চোখে এগিয়ে যাই; কোন নামীদামী কোম্পানির প্রমোশন চলে - কোন অখ্যাত ভাড়াটে গায়ক দুটো গান শোনায়, মুগ্ধ শ্রোতা হয়ে শুনি। শেষ হয় বিনোদন, মাত্র শোনা গান মনের মাঝে ভাজতে ভাজতে আমি হাঁটতে থাকি, আমি হেঁটে যাই............ আনমনে হাঁটতে থাকি, হুশ করে পায়ের কাছে ব্রেক কষে – মার্সিডিজ বেঞ্জ কিংবা কোন প্রাডো, কাঁচ নামায়, গালি দেয়, আমার চক্ষুযুগলের গুষ্টি উদ্ধার করে; কাঁচ উঠায়, ভুশ করে চলে যায়। আমি আকাশ সমান স্বপ্ন নিয়ে নিষ্পলক তাকিয়ে রই, আর ভাবি আমারও একদিন হবে – এমন একটি......... আমি দাঁড়িয়ে থাকি, চেয়ে থাকি নিষ্পলক, মনোযোগ নষ্ট করে গা ঘেঁষে চলে যায় রিকশা। বিরক্তি ভরা চোখ নিয়ে তাকাই, মনে মনে গালি দিই – খানকির পোলা দেইখা চলতে পারস না? আমি হাঁটতে থাকি, আমি হেঁটে যাই............ ফুটপাত ছেড়ে কোন ঘিঞ্জি মহল্লা বা কোন বস্তির পাশ দিয়ে – হাসি ভেসে আসে; নারীকণ্ঠ ! চেয়ে দেখি জীর্ণ বস্ত্রে মলিন রমণীরা পরস্পরের উকুন বাছে, বাটি উলটে পড়ে যাওয়া মুড়ি খুটে খায় কোন অবুঝ শিশু, ঘেন্নায় চোখ ফিরিয়ে নিই। আমি হাঁটতে থাকি আমি হেঁটে যাই............ দূর অট্টালিকার ঝুল বারান্দায় – সোনারোঁদে চুল শুকায় কোন রূপবতী নারী, আমি দেখতে থাকি, আমি দাঁড়িয়ে পরি। আমি দেখতে থাকি, তন্ময় হয়ে দেখতে থাকি। সবিনয়ে, প্রসেনজিত বিশ্বাস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রসেনজিত বিশ্বাস।
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন