বিপ্লব গঙ্গোপাধ্যায়

পরিচিতি  









বিরতিহীন শব্দবিলাস 



যখন কোন শব্দ নেই
ঠিক তখনই এক নিঝুম তরঙ্গে 
ভাসিয়ে দিই ব্যক্তিগত উচ্চারণ ...

জোনাকি
জ্বলছে ! নিভছে ! 
আলো অন্ধকারে ঘুমন্ত শব্দমালা
মেঘস্তোত্রে সংকেতপ্রবণ রাস্তা , ঘাসের অলিন্দ।
নিজস্ব আবাসন গড়ে নিতে 
পিপাসা চৌচির করছে ঠোঁট ।

আলো লিপিবদ্ধ হচ্ছে অন্ধকারে 
নৈশব্দ তোমার রহস্যময় গর্ভগৃহে
বিরতিহীন শব্দের বিলাস । 






বিপ্লব গঙ্গোপাধ্যায় বিপ্লব গঙ্গোপাধ্যায়  Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.