![]() |
| পরিচিতি |
"এসো সপ্ন সাজাই"
বাংলার জাতি আজ দ্বিধাবিভক্ত
বৃথা যেতে বসেছে শহীদের রক্ত।
স্বাধীনতা বিরুধীরা আজ উন্মত্ত
যা খুশী উক্তি করতে ওরা প্রবৃত্ত।
অপশক্তি সব আসছে তেড়ে
স্বাধীনতা ওরা নেবে কেড়ে।
এসো হে জোয়ান
সমস্ত দ্বিধাভুলে,সমস্ত ভিন্নতা পিছনে ফেলে
বাধ ভেঙ্গে এসো-
হাসো তুমি অট্ট হাসি
ওদের গলায় যে দিতে হবে ফাঁসি।
হটোনা কভু পিছু
করনা ঘাড় ওদের কাছে নীঁচু।
দাড়াও আর একবার দৃঢ় পায়
দেখবে ওরা করবে শুধু হায় হায়।
পেওনা ওদের ভয়
আমাদের জয় হবে নিশ্চয়।
আমাদের কাছে আছে
ইজ্জত হারা মা বোন ও শহীদদের আশীর্বাদ
ভাসিয়ে দাও ওদের,করে দাও নিপাত।
হে জোয়ান, তোমাদেরও আছে শৈর্য বীর্য
ছিনিয়ে আনো তেমরা নতুন দিনের সূর্য।
ছড়াও তোমরা আলোক সম্প্রাত
দেখবে এসেছে
পাপাচার মুক্ত এক সোনালী প্রভাত।
সত্যময় উজ্জ্বল
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন