![]() |
| পরিচিতি |
বিজয়
আমার মন আজ
অবুঝ হতে চায়
মন আজ শিশু হতে চায়
খেলাচ্ছলে।
মন আজ হতে চায়
দুষ্ট চড়ুই, ভাত ঘুঘু।
ডানা মেলে ওড়ে যেতে চায়
নীলাকাশ ফুঁড়ে ;
সীমানা ছাড়িয়ে বহুদূর ...
ডাল
যে ডাল ধরি
সে ডালই ভেঙে ভেঙে পড়ে
কোনো ডালেই মানেনা ভর।
পোড়া কপাল আমার
জন্ম থেকেই পুড়ে পুড়ে ছাই
পুতুলরূপি মাটির এ দেহ!
কোথায় দাঁড়াবো আমি
কার ছায়ায় নিবো বলো ঠাঁই?
অনেক যতন করে বুনেছিলাম
জারুল বৃক্ষ ; ডাল ধরে
ওঠে দাঁড়াবো ভূমিতে
হলো সে আশায় গুড়েবালি।
ডাল ভেঙে ভেঙে যায়, উপর থেকে
মাটি ঝুরঝুর ঝরে ঝরে পড়ে।
খোলা জানালা
নিজেকে আমি প্রতিদিন ভাঙি
নেড়েচেড়ে আর ঘেঁটেঘুঁটে দেখি
কী যেনো ওড়ে যায় ঘাসফুলের মতো
অনুভূতির সবকটি জানালা খুলে।
মাহমুদ নজির
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন