![]() |
| পরিচিতি |
ষোলই ডিসেম্বর
বিজয় মানে তো ষোলই ডিসেম্বর
বিজয় মানে তো নেচে উঠেছিল শান্ত বৃক্ষে ঝড় ।
স্বদেশ আমার লুট করে নেবে বলে এসেছিল ডাকাত
বিষন্ন প্রাণ ,বন্দি কাতর - সহ্য করি নি আঘাত
আমরা উঠেছি তুফানের তেজে বুকে প্রেম মুখে স্পর্ধা
আলসের ঘুমে ঢেলে দিয়ে জল মেলেছি চোখের পর্দা
আমরা উঠেছি গর্জে ভীষণ অঙ্গে ব্যাপক ক্ষত
ক্ষতের কাঁপনে খুলেছে হঠাত্ হাত পা গুটানো যত ।
করি নি শঙ্কা ,সারা বুক ভরে মাটির গন্ধ ভাসে
স্বদেশ আমার লুট করে নিতে হাজারো শেয়াল আসে
তারকার মত ক্ষীণ প্রাণ ,তবু হাতে নিয়ে গোলা ,বন্দুক
রক্ত সাগরে সাঁতার দিয়েছি পাড়ে উঠে দেখি জয়মুখ ।
আমরা জন্ম দিয়ে মরে গেছি শ্যামলের বুকে জবা লাল
আমাদের স্মৃতি মুকুলে মুকুলে ফোটে আনন্দে চিরকাল ।
আজকে তাই তো উড়ছে পতাকা নিয়ে আমাদেরই জিত্
আমরা গেয়েছি ঊর্ধ্ব বক্ষে সাফল্য সঙ্গীত ।
বিজয় মানে তো গম্ভীর বনে বেজে উঠেছিল মর্মর
বিজয় মানে তো রক্তে-শ্রাবণ ষোলই ডিসেম্বর ।
কাজী সাগর
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন