অনুপ দত্ত

পরিচিতি










ছায়া~৫




কার জন্য জেগে থাকে পৃথিবী
ঐ চাঁদ, অষ্টচক্রে বাঁধা
ঐ সূর্য্য, উত্তপ্ত মধুর ভালবাসা
ঐ জ্যোৎস্না, উতলা স্নিগ্ধ প্রেম
ঐ রাত, সঙ্গী হীন বিষন্ন হেম
ঐ নিধর দুপুর কিছু খোলা সময় কিছু আশা৷

পরিক্রমায় মহাসত্য জেনে গেছি
সমস্ত কিছুর বিশুদ্ধ উপমা নিয়ে জেগে থাকে
পৃথিবী সারা রাত সারা দিন
কার ছায়া কোথায় ওড়ে
কার ছায়া কোথায় পড়ে
কার ছায়া কোথায় নড়ে
সব যায় অন্য পথে৷

আশ্চর্য্য, ছায়া কিছু বলে না৷




অনুপ দত্ত অনুপ দত্ত Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.