শামীম পারভেজ

পরিচিত  






কিছু আছে

কিছু নয়ন আছে 
নিঃশব্দ ভাষায় কথা বলে 
কিছু ঠোঁট আছে 
কম্পিত ভাষায় কথা চলে
কিছু হাত আছে
স্পর্শহীন দৃঢ়তায় রাখে ধরে
কিছু চরন আছে 
নিঃশব্দে চলে সফলতা ভরে 
কিছু হৃদয় আছে 
অদৃশ্য ভালোবাসা করে বিনিময়
কিছু ভালোবাসা আছে
একে অপরে করে জয় ।




শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.