সফিউল্লাহ আনসারী

 পরিচিতি 







আলনা


(১)
মনের আলনায়
রেখে যাও আঁচল !
দৃষ্টি লুকাবো তোমার এলো চুলে ভাবনাহীন
কবিতা শোনাও মেয়ে;নারী হবে বলেছিলে
আমি বোকাই হবো ।অধীনস্ত তোমার সান্যিধ্যে !
হাসছো কোনো ?
আমিকি ভূল বলেছি একটুও ?

(২)
বুকের ভেতর কিংবা মনের উঠোনে
কখনোকি শৈত্য প্রবাহ বয়ে যায় !
যায়কি বলো ?
আমার হয়েছিলো ? মনে নেই আমার নিদিষ্ট ক্ষন !
স্মৃতিকে ভেঁজাতে পারে শিশির বিন্দু ?
পারে কোঁয়াশা ফেরাতে সময় !
আমাদের প্রেম অমর হয়েছে;অথচ তুমি-আমি নামেই শুধু প্রেমিক আর প্রেমিকা !
হেমন্তকে ধারন করে বিশ্বাস নিয়ে
একদিন আমরাও অমর হবো;শৈত্য প্রবাহে, আদ্রতায়...!




সফিউল্লাহ আনসারী সফিউল্লাহ আনসারী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.