![]() |
| পরিচিতি |
জীবন
এই ধরিত্রী পরে
কত চেনা অচেনাদের ভীড়ে
ছুটে চলে জীবন
এক অজানা তেপান্তরে।
পথেই শুরু,পথেই শেষ
এই পথেই হবো নিঃশ্বেষ
থাকবে পড়ে মিছে কায়া
আর কিছু জীবনের রেশ।
এই জীবনে সবই মায়া
শুধু ঈন্দ্রজালে ঘুরপাক খাওয়া
বেদনার চোরাবালীতে পড়ে
একদিন জীবন হবে হাওয়া।
দুদিনের এই জীবন
সাজাতে ব্যাস্ত এমন
করিনা বিচার পাপ পূন্যের
মানিনা কোন সমন।
এই জগতের ত্রাতা যিনি
পাঠিয়েছন এ জগতে তিনি
হুস হারিয়ে আমি মানুষ
নকলকে আসল ভাবিয়া
তাকেই গেছি ভুলিয়া।
সত্যময় উজ্জ্বল
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন