![]() |
| পরিচিতি |
একটি নামের জন্য
তোমার নামের প্রতিটি অক্ষরের
গণ্ডী পেরিয়ে
আমার নামের দুটো মাত্রায়
মিশে যাও
তবু নাম ভেঙোনা।
নাম ভেঙে তুমি কি করবে?
নাম ছায়া হয়
ছায়া ডাক হয়
ডাক আড়াল হয়ে
নাম ঘোরাতে ঘোরাতে
"তুমি" আর একটা "তুমি" নিয়ে
সাজিয়ে রাখে
"আমাদের" এই নাম ।
তাই তুমি নাম ভেঙোনা !
কাছে বসিয়ে শাদা খাতা দাও
কালো কালি দাও
৩৬৫ বার নাম লেখাও
দেখবে...
নাম দিন হয়
নাম রাত হয়
নামের দূরত্বে নাম ভেসে
সপ্তাহ
মাস
বছর
শেষে তোমাকে ডাকছে
কাছে এসো
কাছে বসো
"আমি" আজ খুঁজে পেয়েছি "আমাকে"।
তবুও তুমি নাম ভাঙবে?
তাহলে ভেঙে দাও!
এইতো তোমার হাত
নাম ধরো,
যেভাবে "আমি" কষ্ট ধরে
যেভাবে "আমি" দুঃখ ধরে
সব অস্তিত্বের ঘোর কাটিয়ে ।
এখন ভাবতে থাকো
যে রাত আসবে
ঘুম না আসা রাতে
সে কি নামে ডাকবে তোমাকে!
তখন কবিতা মুখ ফেরাবে
গল্প হারিয়ে যাবে
আমার গলা ব্যাথা হবে
পৃথিবীর সব নাম এসে
শুধু তোমাকে
শুধুই তোমাকে
একটি কথাই বলবে-
তোর নাম নেই
তোর ডাক নেই
তুই এখন হারিয়ে যা
যেভাবে হারিয়েছে
"আমি"র প্রত্যেকটি দিন ।
ঐশী দত্ত
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন