![]() |
| পরিচিতি |
যে চিঠি হয়নি লেখা...
হৃদীবরেষু
পারিজাত,
গত কয়েকদিন ধরে ভাবচ্ছি মাঘ মাসের শেষ
রোদ্দুর পিঠে ফেলে তোকে লিখবো।প্রতিদিন
দুটো চারটে শব্দ লেখার পরই সব কেমন যেন ঘাম
দিয়ে জেগে ওঠা ঘুমের মতো এলোমেলো হয়ে যায়।
একটা যাচ্ছেতাই সময় পার করছি তা সে তুই রাষ্ট্র
বল,সমাজ কিংবা জীবন সব কিছুতেই।
তুই কখনো কোচবিহার গেছিস
কিংবা ত্রিপুরা বা অরুনাচল?গত রাতে পাখির
স্বপ্ন দেখছি।কিছুতেই পাখিটির মুখ
দেখতে পারছিলাম না ভোর রাতে ঐ পাখির
মুখে নিজের আদল দেখে জেগে উঠেছি।আমার খুব
প্রিয় সবুজ
চাদরটি গায়ে চাপিয়ে ছাদে উঠে দেখি কাঁচা সোনার
আকাশ।আর ঠিক তখনি মনে হলো কাল
পহেলা ফাল্গুন।তুই এখন হয়ত উঠে গেছিস।বাসের
জন্য দৌঁড়াচ্ছে ঘড়ি আর তুইও।
আচ্ছা বলতো এই যে দৌঁড়
প্রতি মুহূর্তে দৌঁড়াচ্ছি আমরা এর
যেখানে ফিনিসিং লাইন
সেখানে পৌঁচ্ছে আসলে কি মিলবে?
অভিশপ্ত গ্রীক দেবতার মত আজ
সুমনা মেহেরুনের কথা মনে পড়ে।দামিনী আর
ইয়াসমিন কে মনে পড়ে কেন মনে পড়ে রোদ খানিক
সরে গেলো বলে আরো কতশত নাম নিয়ে!
অদিতি ফাল্গুনীর 'ধৃতরাষ্ট্রের
মেয়েরা'সূর্যচাপা অন্ধকার
নিয়ে অক্ষরে অক্ষরে হয়ত কথা বলবে সে আওয়াজ
কানে রেখে কন্ঠ বাহবা দেবে আর অগণিত হাত
বাতাসে পাপ ধুঁয়ে নেবে।
আমের ফুল এসেছে গাছে গাছে।যেভাবে বিদেশ বিভূঁই
থেকে এসে জেঁকে বসেছে ভালবাসা দিবস।অথচ
শিমের ফুলের মত নীলচে এ ভালবাসা দিবস
কি শুধুই তাদের যাদের অধিকাংশের
কাছে ভালবাসা মানে জলন্ত সিগারেট!
আমার কোন পহেলা ফাগুন নেই অথচ
মনে পড়ে সেই পহেলা ফাগুনে সাগরদীঘির মোম
প্রজ্জ্বলন পুত্র কন্যাহীন বা একা থাকা বৃদ্ধ
বৃদ্ধার সাথে কাটানো সন্ধ্যা থেকে রাত।
বাতাসে কি হাসনাহেনার গন্ধ ছিলো মনে নেই
মনে নেই।সেই তেমন এক পহেলা ফাগুনে সদ্য হিট
'প্যায়ার তো হোনা হি থা'সিনেমার গান
গেয়ে সঞ্চিতার সামনে হাঁটু ভেঙ্গে বসে পড়েছিল
ভবতোষ হাতে গোলাপ।সেই গোলাপ কবেই
শুকিয়ে গেছে।সেই ভালবাসাও হয়ত!অথচ বহুবছর
পর আজো পহেলা ফাগুনের গোলাপ সজীব
রেখে যারা ভালবাসা জানান দেয় তারা সেই বৃদ্ধ
বৃদ্ধা!
যেখানে প্রতি ভগ্ন
সেকেন্ডে ভালবাসা কমছে সেখানেই আজ
ভালবাসার ঘোর অপচয় বাহারী রঙে মুখোশ
চাপানোর উত্সব।মন্দ নয়!তবে আমি জানি এক
শতাংশ মানুষ ও আজ তার
পিতা মাতা কে বলেনি তোমাদের ভালবাসি...
বাতাসের শিরা কাটছে বুক
থেকে গড়িয়ে পড়ছে রক্ত!
ইতি-
শৌনক
৩০শে মাঘ ১৪২০
শৌ ন ক দ ত্ত
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন