ইংরেজের শেষ আঘাত, পরস্পরের মধ্যে ঘৃণা, গোপন হিংসা, ঈর্ষা সাম্প্রদায়িক আক্রোশ, বিষ বপন গেছে এই ভাবে দেশকে ভাগাভাগি করে এ কলংক ইতিহাস কাউকে ক্ষমা করবে না। লেখা হবে মানুষ নিজের ইতিহাস নিজেই লিখবে একদিন।
সে দিন ছিল এক দুঃস্বপ্নের এক সকাল, ১৯৫১ সাল। গ্রীষ্ম কাল। খুব ভোরবেলা ভেঙে গেল ঘুম, আমাদের বিশাল ভাড়া বাড়িতে অনেক ভাড়াটিয়া, উত্তর কলকাতার একটা বাড়ির সাথে সাথে জোড়া বহু বাড়ি, এ বাড়ির ছাদ থেকে পর পর বাড়িতে চলে যাওয়া যায়, শৈশবে আমরা লুকোচুরি খেলতাম। লোক জনের হৈ চৈ শুরু হয়ে গেছে, ছুটে নিচে নেমে দেখি, চারটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছে, একে নামছে শোকাহত বৃদ্ধা,গলায় ঝুলছে হরি নামের মালা, তাঁকে ধরে নিয়ে যায় একে অপূর্ব সুন্দরী নবীনা কিশোরী, এক হাতে তার ঝুলছে, ছোট্ট কাঠের তৈরি খাঁচায় ময়না পাখি।বৃদ্ধা আর একে পাশে, এক মাথায় ঘোমটা দিয়ে রমনী, মধ্য বয়স্ক আরো অনেক মহিলা পুরুষ, একে অসুস্থ তরুনী, যেন ঝড় বয়ে গেছে দেহে মনে, তাকে পাঁজাকোলা করে এক বয়স্ক বিহ্বল পিতা, যিনি আমাদের পাশের তিনটে ঘর নিয়ে ভাড়ায় আছেন বহুদিন। এই নোয়াখালীর বাসিন্দা, মধুসূদন চক্রবর্তীর বড়বাজারে কাপড়ের দোকানে মোহিনী মিলের ধুতি শাড়ী বিক্রী হয়, অবস্থাপন্ন, পর উপকারী সদা হাস্য মুখ, কিন্তু বাঙাল বলে অনেকেই এড়িয়ে চলতো।
মধুবাবু থম থম মুখে হন্তদন্ত হয়ে সব কিছু ঠিকঠাক তদারকি করছেন, হঠাৎ বৃদ্ধার মুখোমুখি, মধুরে, বলে বুকে ঝাপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠে মধুবাবুর বুকের মাঝে জ্ঞান হারালেন, কাঁদতে কাঁদতে মাকে বুকে তুলে নিয়ে ঘরে শুয়িয়ে দিতে ঘরের পানে চলে গেলেন গিয়া।
অঃ এই আশ্চর্য দিন আমার জীবনের ছন্দ বদলে কত যেন বড় হয়ে গেলাম। দীর্ঘশ্বাস হাহুতাশ, বুকফাটা আর্তনাদ, গুমড়ে গুমড়ে কান্না, পূর্ব পাকিস্তানের নোয়াখালী শহর থেকে আত্মার আত্মীয় স্বজন হারানোর বেদনা, মর্মান্তিক এক হৃদয়গ্রাহী ইতিহাসের উপাখ্যান দেশভাগের দাঙ্গা, যা শোনা যেত ১৯৪৬ সালে- " লড়কে লেংগে পাকিস্তান। " এই স্বাধীনতা কী অখন্ড ভারতবর্ষের মানুষ চেয়ে ছিলেন, আজ মৈত্রী বন্ধনে বাঁধা, তিনটি দেশ, ত্রীখন্ডিত ভারতবর্ষ, পাকিস্তান, আর বাংলা দেশের সকল মানুষ কে ডেকে জিজ্ঞাসা করতে বড় সাধ হয়- কেমন আছেন আপনারা স্বদেশের নিজ বাসভূমে ? কেন গর্জে উঠলো মানুষ সেদিন-" এই আজাদি ঝুটা হ্যায় "
অথচ সেই মানুষ একদিন গেয়ে ছিলেন- " ময় ভূখ সে মরনেওয়ালে, ময় মউত সে লড়নেওয়ালে, এ আজাদি কা ডংক বাজাও "
শ্যামল সোম
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন