শামীম পারভেজ

~ কবি পরিচিত ~ 





                       

ঢেউ উঠেছে জীবন হাওয়ায়

ঢেউ উঠেছে জীবন হাওয়ায়
ভাসছি দুলে দুলে
সুখ আনন্দে কাটছে জীবন
দুঃখ কষ্ট ভুলে ।
ঢেউ উঠেছে জীবন হাওয়ায়
উথাল পাথাল ঢেউ
ক্ষুব্ধ আক্রোশে কাটে জীবন
থামাতে পারেনা কেউ ।
ঢেউ উঠেছে জীবন হাওয়ায়
ঢেউয়ে ঢেউয়ে ভালোবাসা
হৃদয় ভরুক মায়া মমতায়
এটাই স্বপ্ন আশা ।

হাটি হাটি পা পা

হাটি হাটি পা পা
কি সুন্দর হাটছে
হেটে হেটে হঠাৎ দৌড়
পরে হোছোট খেয়ে পড়ছে ।
তারপর কান্না, চোখেতে পানি
মা এসে নিলো কোলে
চুপ করালো আদর স্নেহে
ব্যাথা বেদনা গেলো ভুলে ।
তবু আবার হাটবে সে
কিসের এতো ভয় তার
হাটায় তাকে জিততেই হবে
মানবেনা সে কোনো হার ।


স্মৃতির এই ভান্ডারে

ঘটছে
ঘটেই চলেছে
একের পর এক
আর কিছুক্ষণ পর হয়ে যাচ্ছে সব স্মৃতি
জমছে
জমেই চলেছে
একের পর এক
স্মৃতির সেই পাত্রে নেই এর ইতি
ভাসছে
ভেসেই চলেছে
একের পর এক
নয়নের পর্দায় উঠছে ভেসে ক্ষণে ক্ষণে
বলছে
বলেই চলেছে
একের পর এক
অতীতের দুঃখ সুখের কথা বলছে মনে ।
কিছু কিছু ভুলে যাওয়া
কিছু থাকে অন্তরে
স্মৃতি জমার নেই শেষ
স্মৃতির এই ভান্ডারে ।




শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.