কাজল সেন

পরিচিতি 








ত্রিকোণ ষড়কোণ 


ক্রমান্বয়ে নেমে আসছিল তোমার চমৎকারী শীৎকার
পাতার ভেতর
নতুন ডুরেশাড়ি
উৎসুক পুরুষ
ফষ্টিনষ্টি
তুমি কি সেদিন প্রথম ডেকেছিলে
আমার কাঙ্ক্ষিত নামে
আমি স্বপ্নে ছিলাম
প্রতিভাবান সশস্ত্র মানুষেরা উঠে আসছিল যুদ্ধজয়ের পর
চারিদিকে উৎফুল্ল ডালপালা
বাসরঘরের পূর্বাপর স্মৃতি

আর এই যে আমি উন্মুক্ত করে রেখেছি আমার নাভিস্থল
একটা নিবিড় টপ্পার গেরস্থালী
একবুক দুধের ভাঁড়ার
তুমি যতই গোপন কর তোমার ব্যক্তিগত মুদ্রাদোষ
তোমার চমৎকারী শীৎকারে ক্রমান্বয়ে নেমে আসছে
ত্রিকোণ ষড়কোণ




কাজল সেন কাজল সেন Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.