![]() |
| ~ কবি পরিচিতি ~ |
" দীপ্ত অবগাহন "
ভাঙাবিকেলের অস্তরাগে
দু-ডানা মেলে উড়ে চলা একটি পাখি গান।
গাছ ধুয়ে সন্ধ্যা নামে ধূপে,ফুল,বেলপাতা,চন্দনে। লক্ষন রেখা ছুঁয়ে সন্ধ্যেভর্তি এ যেন অালোর অবগাহন।
মেঘে মেঘে সেজেছে সন্ধ্যা কালচে গোলাপ। ঘোড় নিশি। অমাবস্যা। বয়সে রাত্রি। অঞ্জলি পুটে সমর্পিত আরও অন্ধকার। বিন্দু বিন্দু লাল কমলার ছোঁয়া ... প্রজ্বলিত হাজারো শিখা। স্ফুলিঙ্গের উল্লাস। বিনাশে যতো অশুভ ...।
মঙ্গল শঙ্খে শঙ্খে বরেণ্য নতুন সংখ। শিশির ভেজা পাখির কলতান। একটি ভোর । একটি নতুন সুর্য। আগামীর প্রবাহ কাল ...।
অনু ঘোষ
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন