অনন্যা ব্যানার্জী

কবি পরিচিতি









প্রেম, ভালোবাসা ইত্যদি


বলেছিলাম প্রেম দাও বদলে আগুন দিলে , জ্বালিয়ে দিলে চূড়ান্ত দাবদাহে । শুধু মাত্র পুড়ছি আর পুড়ছি অসহ্য পলাশ মৌতাতে ।

সেদিন হাত ধরে বলেছিলাম আমার ইশ্বর হবে ? তা না হয়ে প্রেমিক হলে , উদ্ভান্ত্র তছনছ রাতে চিবুক স্পর্শ করে প্রথম রঙীন নেশায় মাতাল হলে ।

এর পর শুধু উড়ন্ত গাংচিলের সাথে আলো আঁধারি লুকোচুরি । নীল বসন জুড়ে হলুদের আনাগোনা । শরীর জুড়ে মোহনার অধিবাস ।রুপোলি চাঁদের তীব্র ঝিলিক ।

কোথাও কখন ও শুনেছিলাম নাব্যতার ও কিছু ঘ্রাণ আছে , অতল হর্ষে ছুঁয়ে যায় মোহনা সঙ্গম নাব্যতার নীরব সুখ ।





অনন্যা ব্যানার্জী অনন্যা ব্যানার্জী Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.