রত্না ঘোষ

~ কবি পরিচিতি ~ 






সাঁকো

দিন শেষ হয়ে গেলে
তোমার কাছ থেকে
অনেক দূর দেশে
আমি চলে যাব ।
সকালের রোদ তুমি,
সময়ের স্রোত বইয়ে
সাঁকো গোড়ে তোল
ভেঙে পড়া জীবনে ।
সব কাজ শেষে
রোদের আলো মেখে
সাঁকো পার হব
মৃত কর্ষিতা হয়ে ।


রত্না ঘোষ রত্না ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.