রত্না ঘোষ

~ কবি পরিচিতি ~ 





মায়াডোর

কিছু না করতে পারা টা
আজকাল আমাকে পেয়ে বসেছে ।
নিউজ ফিড স্ক্রল করে শুভেচ্ছা আর
ভালবাসা বিনিময় করতে করতে মধ্যরাত ।

মায়াবী নীল আলোয় ভাবনা রা শব্দ খুঁজে বেড়ায়
গাঁথা শব্দ মালা গুলো নীল মায়াডোরে বেঁধে ফেলে ।

তখন ই জানলার বাইরে রাত টা ভোরের কথা বলে ।



রত্না ঘোষ রত্না ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.