![]() |
| ~ কবি পরিচিতি ~ |
পাঠ
আগাপাশতলা যদি তোদের পড়াই হয়ে যায়, মহব্বত করব কাকে?
এ কেমন দিন দেখালে দীনদয়াল, যেখানে আমি
সবাইকে পড়ে নিতে পারি খোলা বইয়ের মতন,
সবাইকে দেখেই বুঝে নিতে পারি মুখোশের পেছনে খোকলা কত মুখ
এই ফাঁকা অন্তর আর কাটাঘুড়ির মত গোঁত্তা খাওয়া মন
এদের সবাইকে দেখে জানি, একটাই সত্য আশপাশ দিয়ে বুনে চলেছে জীবন
প্রচুর রঙ্গীন উল ও সুতোর ফোঁড়, উল্টা সিধা সব দিয়ে
কার্পেটের চটে চটে , বেরঙিন ধূসর জমিনে ফুল তুলতে তুলতে
ও জীবন, তুমি সুন্দর করবে কর, কিন্তু এত ফাঁকা করলে কেন?
ভেতরে আরেকটু মাল দিতে পারতে আমাদের।
আমরা ধন্য হতাম।
আগা পাশতলা পড়া হয়ে গেছে।
যা ছিল মহব্বত, যা ছিল পিরিত, কলার তুলে বলা, প্রে-এ-এ-ম
তা আসলে আত্মরতি, নিছক শিশুর কান্না, “আমাকে নাও, আমাকে নাও”।
ফাঁকফোকর ভরানো
কষ্ট, কান্না, বেদনাঃ ভালবাসার আগেই যদি সব পড়তে পারি,
তাহলে এবার নতুন কোন পাঠ পড়াও, জীবন আমার।
যশোধরা রায়চৌধুরী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন