
কবি পরিচিত
শোধ
যখন লাফিয়ে ওঠা খরগোশের শরীর জুড়ে সর্বনাশী তানপুরার তান বাজে,ঘুম ভেঙে যায় ঝিঙে ফুলের,হাসে,সূর্য হেসে ওঠার আগে -
- ভোর রাতের কর্পূরগন্ধী বৃষ্টি নামে
- নিশ্চুপে ভিজছে উদাসী বৃক্ষগুলো
- আস্ত একটি রূপালি নদী পথ হারায় চতুর সময়ে
তারপর দৃশ্যে সকাল আসে,রেস-মাঠে শুরু হবে খরগোশ ও কাছিমের দৌড়।কিছুটা দূরে,ঝিঙে ফুল,সযতনে মায়ার মোহর বিছায়...
- বরিশাল -
জিনাত জাহান খান
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন