ভাণগুলি এখনও শেখোনি যদি বুঝে ফেলো, যুক্তির তারগুলি জোড়া লেগে ছবিটা মূর্ত হয়.... সে তোমারই ভালোবাসা; তোমার অর্ধেক, বলেছিলো হেসে হেসে! মেহগণি বাতাসেরা লজ্জা নিয়ে ফিরে যায়, যদিও বুঝতে দেরি তবু তুমি বুঝে ফ্যালো, তুমি সেই অন্যদিন, রঙঢঙা নারী । ভাণগুলি এখনও শেখোনি! - ঢাকা -
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন