ফারহানা খানম






চালচিত্র ...



মেঘেরা সেদিন অঝোর বর্ষণে ভিজিয়ে
দিল কবিতার খাতা
কবিতা পুড়িয়ে রেখে গেল ছাই বিজলী
মৃত্তিকার বুকে
ইস ছাই জলে মাখামাখি কবিতারা !!
হৃদয়ে তখন কষ্টের আঁকর চোখের জল মুছে
ভাবি এতো শুধু শব্দের কাঁকর
মৃত্তিকা আমি ,
বুকে অগ্নি, জল আর যাবতীয় অনুষঙ্গ
আমার পরতে পরতে প্রাণ অফুরান
মৃণ্ময়ী আঁচলে এঁকে যাই
চলমান জলছবি ।
আমি সময়ের দর্পনে দেখেছি জীবন
প্রত্নতাত্ত্বিক খননে দেখেছি
প্রাগৈতিহাসিক কাল
বিজলী আপন ঐশ্বর্যে
তুমি পুড়িয়েছ স্বপ্ন -গল্প -ছবি আবার নাহয় লিখবো
এই জীবনের কথকথা , কিছু চালচিত্র ...

ঢাকা ।


ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.